
আগেই বলে নেই এখনো পর্যন্ত এটি ব্যাপক আকারে পরীক্ষা করা হয় নি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীনে এই দুটি ঔষধ পরীক্ষা করা হয় এবং সেখানে কিছুটা আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। তবে প্রাতিষ্ঠানিক কোন নির্দেশনা এখনো আসেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে কোন নির্দেশনা এখনো পর্যন্ত দেয় নি। তাই এর ব্যবহার বিপজ্জনক। সুতরাং এর ব্যবহার এবং মজুদকরণ থেকে বিরত থাকুন।
হাইড্রোক্সিক্লোরোকুইন একটি অপরিহার্য ( essential) ঔষধ . ম্যালেরিয়ার চিকিৎসায় অত্যন্ত কার্যকর ঔষধ।
এজিথ্রোমাইসিন একটি এন্টি-বায়োটিক।
এ দুটি ঔষধ একসাথে ব্যাবহার করে মানব দেহের ওপর COVID-19 এর ক্ষতিকর ভাইরাল লোড কমিয়ে দেয়া সম্ভব হয়েছে।
তবে এর বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা এখন পরীক্ষা-নিরীক্ষার বিষয়।
রেফারেন্সের জন্য নিচের ওয়েবসাইট ভিজিট করুন