গণপরিবহনে সতর্কতা

করোনা ভাইরাসের অন্যতম বাহক গণ পরিবহণ।
কি করবেন? চলাচল তো করতেই হবে।
এ ক্ষেত্রে করণীয়………
১. যেসব গাড়িতে যাত্রী বেশি সে গুলো এড়িয়ে চলুন। ট্রেনে চড়ার সময় অতিরিক্ত সাবধানতা গ্রহন করবেন।
২. গাড়ি সম্পূর্ণ দাড়ানো অবস্থাতে ওঠা/ নামা করুন।
৩.সর্বোচ্চ চেষ্টা করুন যাতে হাত দিয়ে কিছু ধরতে না হয়। গ্লাভস ব্যবহার করলে নিরাপদ থাকা যাবে। সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
৪. নামার পরে যতদ্রুত সম্ভব হাত ধুয়ে নিন। ট্রেন জার্নি শেষে কুসুম গরম পানি দিয়ে ডেটল/স্যাভ্লন/সাবান ব্যভার করে গোসল করে নিবেন।
৫. গাড়ি থেকে নামার পরে কোনভাবেই মোবাইল হাতে নিবেন না।
৬. গাড়িতে ওঠার আগেই প্রয়োজনীয় ভাড়া মানিব্যাগ থেকে বের করে রাখুন।
৭. যেহেতু ঘা ঘেষেই বসতে হবে সুতরাং সর্বোচ্চ দূরত্ব রাখুন।
৮. অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
৯. হাত নিজের নিয়ন্ত্রণে,এবং মুখমণ্ডল নিচের দিকে রাখার চেষ্টা করুন।
১০. অযথা কারো সাথে কথা বলা থেকে বিরত থাকুন। হাঁচি, কাশি ইত্যাদি দেয়ার সময় নাক/মুখ ঢেকে রাখবেন।
১১. বলা সহজ করা কঠিন,সবচাইতে কঠিন কাজ গাড়িতে নিজেকে নিরাপদ রাখা।তারপরেও নিজেকে বাঁচাতে, নিজের কাছ থেকে সামনের জনকে বাঁচাতে,নিজের পরিবার সহ অন্যের পরিবারকে বাঁচাতে যতটুকু সম্ভব মেনে চলুন।
One Comment